সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুলাল মল্লিক হত্যাকাণ্ডের ২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
তারা হলো- শাহজাদপুর উপজেলার পূর্ব চর কৈজুরী গ্রামের মৃত মকছেদ শেখের ছেলে রহিম শেখ (৫৫) ও রহিম শেখের ছেলে রাশেদুল হাসান (২৩)।
র্যাব -১২’র কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের সাথে ওই গ্রামের হোসেন মল্লিকের জমি সংক্রান্ত কলহ ছিল। এরই জের ধরে গত ২ মার্চ পূর্বপরিকল্পিতভাবে হোসেন মল্লিকের বাবা মৃত দুলাল মল্লিককে তার জমি থেকে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম করে। তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এস তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলাল মল্লিককে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে তার ছেলে বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেনের বিপিএম, পিপিএম, দিকনির্দেশনায় শুক্রবার বিকেলে ঢাকার পল্লবী উপজেলার আলবদীরটেক পশ্চিমপাড়া এবং সাভার উপজেলার বাইপাইল বাসষ্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।